শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগ

  10-12-2016 12:30AM



পিএনএস ডেস্ক : শিগগিরই আনুষ্ঠানিকভাবে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মীসংঘের জাতীয় সম্মেললে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৫ তারিখ আমরা ১০ হাজার নার্স নিয়োগ দিতে যাচ্ছি। যারা গ্রামে-গঞ্জে দরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবায় কাজ করে যাবেন।
স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার কমিয়েছে। পোলিও মুক্ত হয়েছি। এ ছাড়া আমরা যক্ষ্মাকে পরাজিত করার পথে রয়েছি।
স্বাস্থ্যকর্মীরা এই সম্মেলনে ১০ দফা দাবি তুলে ধরে। তাদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্লিনার-আয়া যারা আছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবির ব্যাপারে সংগঠনের নেতাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন