অত্যধিক মদ্যপানে থমকে যেতে পারে মস্তিষ্কের বৃদ্ধি

  10-12-2016 10:02AM


পিএনএস ডেস্ক: কৈশোরে অত্যাধিক মাত্রায় মদ্যপান মস্তিষ্কের বৃদ্ধিতে বাধার কারণ হতে পারে। এমনকি ভবিষ্যতেও যা ঝুঁকির কারণ হতে পারে।

ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড এবং কউপিও বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে অনুষ্ঠিত একটি সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে।

তারা জানিয়েছেন, কৈশোরে মস্তিষ্কের গঠন অন্য রকমের থাকে। সেই বয়সেই যদি কেউ খুব বেশি পরিমাণে মদ্যপান করে ফেলে তাহলে তাদের মস্তিষ্কের গঠন বিগড়ে যায়। এই সমীক্ষাটিতে অংশগ্রহণ করেছিল টানা ১০ বছর ধরে মদ্যপান করে আসা ১৩ থেকে ১৮ বছরের মধ্যের কিশোররা। এদেরকে তিনটি বিভাগে ভাগ করে সমীক্ষাটি করা হয়েছিল। যদিও সব বিভাগের অংশগ্রহণকারীরা অ্যাকাডেমিক্যালি সফল হয়েছিল। তবে তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটো গ্রুপের মধ্যে যেটার একেবারেই তারতম্য ছিল না।

জানা গেছে, যারা খুব বেশি পরিমাণে মদ্যপান করে তাদের অ্যানটেরিয়র সিনগুলেট কটের্স বিলাটেরালি ক্ষমতা কমে যায়। এমনকি মস্তিষ্ক গঠনে পূর্ণতা পায় না। এক সমীক্ষক জানিয়েছেন, অত্যধিক মাত্রায় মদ্যপান মস্তিষ্কের বৃদ্ধির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। সিনগুলেট কর্টেক্স মস্তিষ্কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেটা এর কারণে ক্ষতিগ্রস্ত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন