ডায়াবেটিসের কারণে হাড়ের যত সমস্যা

  28-02-2017 07:52PM

পিএনএস: ডায়াবেটিসের কারণে দেহে অসংখ্য সমস্যা দেখা দেয়। কিন্তু এদের মধ্য হাড়ের সমস্যা নিয়ে আলাপ খুব কম হয়। তাই বিষয়টা অধিকাংশের মাথায় থাকে না। সবাই হৃদযন্ত্র, চোখ বা কিডনির দিকেই বেশি নজর দেন। অথচ শুধু যে ডায়াবেটিসের কারণেই নয়, অন্যান্য কারণেও হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস কত দিন ধরে রয়েছে তার সঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণের ওপর হাড়ের অবস্থা নির্ভর করে। প্রতিটা হাড়ের সংযোগস্থলে ব্যথা হতে থাকে। হাড়ের ক্ষয় বেশ প্রকট হতে থাকে।

গবেষণায় দেখা গেছে, আরথ্রাইটিসের মতো হাড়ের সমস্যায় ভোগা মানুষের ৫২ শতাংশই ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের কারণে হাড়ের কী কী সমস্যা দেখা দিতে পারে তার সম্পর্কে ধারণা নিন।

১. চারকোটস জয়েন্ট : এ সমস্যা চারকোটস ফুট বা চোরকোটস আরথ্রোপ্যাতি নামেও পরিচিত। এতে পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়। ডায়াবেটিসে দেহের স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পায়ে যাদের অনুভূতি কম, তাদের অজান্তেই অনেক ক্ষতি ঘটে যায়। ফলে সংযোগস্থলগুলোতে বাড়তি চাপ পড়ে যায় ভারসাম্যের অভাবে। ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। হাত দিলে শিরশির করে। ব্যথাও লাগে। আবার অসাড়তাও দেখা দেয়।

অস্টেয়আরথ্রাইটিস : হাড়ের সংযোগস্থলে প্রদাহ সৃষ্টি হয়। টিস্যু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তদের এ সমস্যা তীব্রতর হতে থাকে। আসলে এ রোগ সরাসরি ডায়াবেটিসের সঙ্গে যুক্ত নয়। তবে ডায়াবেটিসে আক্রান্ত স্থূলকায় মানুষদের এমন সমস্যা দেখা দেয়। যাদের দেহের ওজন অনেক বেশি, তাদের হাড়ের সংযোগস্থলে অনেক ব্যথা হতে থাকে। ধীরে ধীরে দেখা দেয় অস্টেয়আরথ্রাইটিস।

রিউমেটয়েড আরথ্রাইটিস : এটা এমন এক অবস্থা যার কারণে অটোইমিউন ডিজিস দেখা দেয়। এটা এমন এক অবস্থা যখন দেহের রোগপ্রতিরোধী কোষগুলো নিজের টিস্যুকেই আক্রমণ করতে থাকে। টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্তরা অটোইমিউন ডিজিসে ভোগেন। ব্যথা আর ফুলে ওঠা ভাব দেখা দেয়। এক অস্বস্তিকর অনুভূতি একটানা ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এসব রিউমেটয়ের আরথ্রাইটিসের লক্ষণ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন