জেনে নিন 'জিকা'র উপসর্গ

  28-05-2017 01:52PM

পিএনএস ডেস্ক:ডেঙ্গি বা চিকুনগুনিয়ার মতো এডিস মশা থেকেই ছড়িয়ে পড়ে জিকা। তবে এই অসুখের ফল আরো মারাত্মক। জিকা ভাইরাসে সব চেয়ে ক্ষতি হয় মস্তিষ্কের। সবচেয়ে বেশি প্রভাব অন্তঃসত্ত্বাদের ওপর। আক্রান্ত হচ্ছে গর্ভে থাকা সন্তানও। সেই শিশুরা জন্ম নিচ্ছে মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়ে। অর্থাৎ দেহের তুলনায় অস্বাভাবিক রকমের ছোট হচ্ছে নবজাতকদের মাথা।

চিকিৎসকরা বলছেন, এই অস্বাভাবাবিকতা সারা জীবন বয়ে বেড়াতে হবে এই শিশুদের। ডেঙ্গির থেকে খুব বেশি আলাদা নয় এই রোগের লক্ষণ। ফলে সহজে চিহ্নিতও করা যায় না।

১. ঘুসঘুসে জ্বর, র‍্যাশ হয় এই রোগে।
২. পেশি ও গাঁটে ব্যথা হতে পারে।
৩. মাথা যন্ত্রণা, কনজাংটিভাইটিসের মতো লক্ষণও দেখা দিতে পারে।

সাধারণত ২ থেকে ৭দিন এই এই উপসর্গ দেখা যায়। কিন্তু এই লক্ষণ এতই মৃদু যে সাধারণ জ্বরের থেকে অনেক ক্ষেত্রেই তা আলাদা করা যায় না। এ পর্যন্ত জিকার সংক্রমণ সব থেকে বেশি দেখা গেছে ব্রাজিলে। এখন পর্যন্ত এই রোগের নিশ্চিত ওষুধ বাজারে নেই।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন