ট্যাবলেটে সেন্সর!

  15-11-2017 11:59AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রে এই প্রথম এমন একটি ট্যাবলেট বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেটির সঙ্গে একটি হজমযোগ্য সেনসরযুক্ত থাকবে। এতে রোগী ওই ট্যাবলেট খেয়েছে কি-না চিকিৎসকরা তা ধরতে পারবেন। এবিলিপাইম্যাকসাইট অ্যারিপিপ্রাজোল নামে ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়।

রোগীর শরীরে একটি ব্যাচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে ওই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।


ট্যাবলেটটির ভেতরে বালুকনা সাইজের একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সঙ্গে সংস্পর্শের গিয়েই কার্যকরী হয়ে উঠবে। এর ফলে ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কিনা।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়ার বিষয়ে নজরদারি করা গেলে, অন্যান্য রোগীর জন্যও প্রক্রিয়াটি কাজে লাগতে পারে।

রোগী ও চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগকে তারা সবসময় উৎসাহিত করবেন বলেও তিনি জানান। সূত্র: বিবিসি।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন