কানের ময়লা বলে দেবে আপনি সুস্থ কিনা

  23-11-2017 11:00PM

পিএনএস ডেস্ক: পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আমরা নিয়মিত কান পরিষ্কার করে থাকি। কিন্তু আপনি জানেন কি এই কানে জমা ময়লাই আপনার শারীরিক সুস্থতা কিংবা অসুস্থতা সম্পর্কে ধারণা দিতে পারে! চলুন জেনে নেয়া যাক-

কানের খোল যদি সাদা রংয়ের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। যদি কানের ময়লার রং ধূসর হয়, তবে চিন্তার খুব একটা কারণ নেই। ধুলোর কারণে এমনটা হতে পারে।

যদি দেখেন আপনার কান খেকে বের করা ময়লায় সামান্য রক্তের ছিঁটে রয়েছে, তবে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনও সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। চটজলদি চিকিৎসকের পরামর্শ নিন।

খয়েরি রংয়ের কানের ময়লা দেখা গেলে বুঝে নিতে হবে গত কয়েক দিন ধরে আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন।

যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু পানি পানি ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন