মধুর যে দারুণ ব্যবহারটি জানেন না আপনি

  08-12-2017 11:00AM

পিএনএস ডেস্ক:প্রতিদিনের অনেকগুলো কাজের মাঝে মুখ্য একটি কাজ হলো আমাদের মুখের স্বাস্থ্য রক্ষা। নিয়ম করে দিনে দুইবার দাঁত মাজেন না এমন মানুষ কমই আছেন। এর পাশাপাশি অনেকেই ফ্লস এবং মাউথওয়াশ ব্যবহার করেন। মাউথওয়াশ ব্যবহারে অনেকেরই একটি অভিযোগ হলো, এর স্বাদ ও গন্ধ অনেকটাই রাসায়নিক, যা তারা অপছন্দ করেন।

এর পাশাপাশি মাউথওয়াশ ব্যবহারে অনেকের মুখের ভেতরটা শুষ্ক হয়ে যায়, এটাও তারা পছন্দ করেন না। একেবারে কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন মাউথওয়াশ চাইলে আপনি নিতে পারেন মধুর সাহায্য। হ্যাঁ, মধু দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন নিত্যদিনের প্রয়োজনীয় মাউথওয়াশ।

এর জন্য আপনার দরকার হবে ২ চা চামচ মধু, আধা টেবিল চামচ দারুচিনি গুঁড়ো, দেড় টেবিল চামচ লেবুর রস এবং এক কাপ গরম পানি। প্রথমে একটি জারে দারুচিনি গুঁড়ো, লেবুর রস এবং মধু মিশিয়ে নিন। এরপর এতে গরম পানি মিশিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিন। এরপর এই মিশ্রণ যখন খুশি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কুলকুচি করে নিন এবং মুখে ধরে রাখুন ১ মিনিট। ব্যাস! মুখের সব দুর্গন্ধ দূর হয়ে যাবে, রাসায়নিকের ভয় ছাড়াই।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন