এনার্জি ড্রিঙ্কস খেলে হার্ট অ্যাটাকও হতে পারে!

  18-01-2018 04:50AM

পিএনএস ডেস্ক: সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যার এনার্জি ড্রিঙ্কস পান করেন তাদের হার্টবিট বেড়ে যাওয়া, বমি, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে।

গবেষণাটি করেছেন কানাডার অন্টারিও ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকরা জানান, যারা এনার্জি ড্রিঙ্কস পান করেন তাদের মধ্যে হৃদপিণ্ডের ধুকপুকানি বেড়ে যাওয়া, বমি এবং কখনো কখনো হার্ট অ্যাটাকের মতো সমস্যাও দেখা দেয় বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

কানাডায় বর্তমানে আইন আছে শিশুদের কাছে এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না। আর ক্রীড়াবিদদেরকে এনার্জি ড্রিঙ্কস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

১২-২৪ বছর বয়সী ২,০৫৫ জন তরুণ কানাডিয়ানের ওপর জরিপে দেখা গেছে, যারা জীবনে এনার্জি ড্রিঙ্কস পান করেছেন তাদের ৫৫.৪ শতাংশের স্বাস্থ্য একটা সময়ে গিয়ে মারাত্মকভাবে খারাপ হয়ে পড়ে।

যারা তাদের স্বাস্থ্য খারাপ হওয়ার কথা বলেছেন, তাদের মধ্যে ২৪.৭% হার্টবিটের সমস্যার কথা বলেছেন, ২৪.১% বলেছেন ঘুমের সমস্যার কথা আর ১৮.৩% বলেছেন মাথা ব্যথার কথা।

আর মোট ৫.১% বমিভাব, বমি, ডায়রিয়া, ৫% স্বাস্থ্য সমস্যা, ৩.৬% বুকে ব্যথা এবং ০.২% হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন