সিগারেট যৌন জীবনেও আঘাত হানে

  12-04-2018 12:59PM

পিএনএস ডেস্ক: সিগারেটের প্যাকেটের ওপর সাধারণত একটাই ট্যাগ লাইন থাকে ‘সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’, কিন্তু সিগারেট শুধুমাত্র স্বাস্থ্যকেই ক্ষতি করে না যৌন জীবনেও আঘাত হানে।

বিভিন্ন রকমের ব্রেন্ডের এবং নানা রকম স্বাদের সিগারেট আজকাল মেয়েদের আকর্ষণ কাড়তেও ছাড়ে না! তাই খুব স্বাভাবিক ভাবেই পরের দিকে ধীরে ধীরে নিজেদেরকে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়।

ডাক্তাররা জানাচ্ছেন, ধূমপান মানব শরীর রক্ত প্রবাহে ভীষণ চাপ সৃষ্টি করে এবং যার ফলে পুরুষদের ঋজুভাবকে ক্ষতি করে। সিগারেটের মধ্যে থাকা নিকোটিন শরীরের ধমনীর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড জমায়েত করে। ফলে যৌনাঙ্গে রক্ত প্রবাহকে প্রায় বন্ধ করে। ধূমপায়ীরা যৌন জীবনকে ক্ষতি করে বিষণ্ণতার ও মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে।

তাই দ্বিতীয়বার সিগারেট ধরানোর আগে এটাও ভেবে রাখুন যে এই ধূমপান আপনার যৌন চাহিদাকেও কেড়ে নিতে পারে।

অন্যদিকে, যৌন হরমোন টেসটস্টেরন লেভেলকে খুবই প্রভাবিত করে? ধূমপান, রক্তের মধ্যে কার্বনমোনক্সাইডের মান বাড়িয়ে দিয়ে এই যৌন হরমোন সৃষ্টি হওয়া থেকে বিরত করে।

অতএব ধূমপান শুধুমাত্র স্ট্রোক, ক্যানসারের কারণ নয়, তা যৌনতার আনন্দও কেড়ে নিয়ে মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন