মুরগির কলিজা যতটা উপকারী!

  08-05-2019 02:14AM

পিএনএস ডেস্ক :অনেকেই মুরগির কলিজা খেতে পছন্দ করেন। এদের কাছে মুরগির কলিজা নিশ্চয় সুস্বাদু লাগে। মুরগির কলিজা শুধু সুস্বাদুই নয়, এর রয়েছে নানা উপকারিতা।

১. মুরগির কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালশিয়াম, আয়রন, ফাইবার রয়েছে। এসব উপাদান শরীরের জন্য খুবই উপকারী।

২. মুরগির কলিজায় দস্তা বা জিঙ্ক রয়েছে যা জ্বর, সর্দি-কাশি, টনসিলাইটিস সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।

৩. মুরগির কলিজায় রয়েছে প্রচুর ভিটামিন-এ এবং বি যা আমাদের দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের বিকাশে সহায়ক।

৪. মুরগির কলিজায় কোলাজেন ওইলাস্টিন নামের একটি উপাদান রয়েছে যা আমাদের শরীরের শিরা-উপশিরায় রক্ত প্রবাহ সহজ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৫. মুরগির কলিজায় প্রচুর পরিমাণে আয়রন আর ফাইবার রয়েছে যা শরীর ও হৃদযন্ত্রের পক্ষে খুবই উপকারী।

৬. মুরগির কলিজায় সেলেনিয়াম নামের একটি উপাদান রয়েছে যা কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই সেলেনিয়াম শ্বাসকষ্ট, হাঁপানি, ছোট-বড় সংক্রমণ, শরীরের গাঁটে গাঁটে ব্যথা, কৃমির সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।

৭. শরীরের বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এবং দ্রুত ওজন বাড়াতে মুরগির কলিজা অত্যন্ত কার্যকর!

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন