বায়ু দূষণে ‘শরীরের প্রত্যেকটি অঙ্গ’ নষ্ট হয়!

  17-05-2019 04:39PM

পিএনএস ডেস্ক : বায়ু দূষণ মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ এবং কোষকে নষ্ট করে দিতে পারে বলে নতুন একটি বৈশ্বিক গবেষণায় জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ওই গবেষণায় দেখা গেছে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গের ক্ষতি করে দূষিত বায়ু। হার্টের রোগের পাশাপাশি ফুসফুসের রোগ হয়। হতে পারে ডায়াবেটিসও। কমে যায় স্মৃতিশক্তি। একই সঙ্গে লিভারের সমস্যা কিংবা মূত্রাশয়ের ক্যানসারও হতে পারে।

গবেষণাটি করেছেন ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিটরিটি সোসাইটিসের বিজ্ঞানীরা। জার্নাল চেস্টে এটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের কারণে প্রতিবছর যত মানুষ মারা যায়, তার দ্বিগুণ মানুষের অকাল মৃত্যু হয় বায়ু দূষণে। সেই সংখ্যা ৮.৮ মিলিয়ন।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা এভাবে শেষ টেনেছেন, ‘বায়ু দূষণ শরীরের দীর্ঘ মেয়াদি মারাত্মক ক্ষতি করে। শরীরের প্রতিটি অঙ্গ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে বায়ু দূষণকে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ’ হিসেবে ঘোষণা করেছে। এই সমস্যাকে বলা হচ্ছে ‘নীরব ঘাতক’।

গবেষণায় বলা হয়েছে, নিশ্বাসের সঙ্গে দূষিত বায়ু শরীরে প্রবেশ করলে সরাসরি ফুসফুস এবং হার্টের ক্ষতি হয়। অ্যাজমা দেখা দেয় এবং ক্যানসারও হতে পারে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন