কম ঘুমের কারণে যে সমস্যা হয় শরীরে

  13-07-2019 04:31PM

পিএনএস ডেস্ক : অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। সারাদিনের কাজের বা মানসিক চাপের কারণে একদিন ঘুম না-ও হতে পারে। কিন্তু নিয়মিত ঘুম না হলে তা চিন্তার বিষয় বটে।

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিসের মতো সমস্যাও দেখা দেয়। ঘুম কম হলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়-

১. ঘুম কম হলে সারাদিনই শরীর ক্লান্ত লাগে। এছাড়া মাথা ব্যথা ও আলসেমি লেগেই থাকে।সেই সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।

২. দিনে ৫ ঘণ্টার কম ঘুমালে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে। স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।

৩. কম ঘুমালে স্তন ও প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা দেখা দেয। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৭ ঘন্টার কম ঘুমাতে অভ্যস্ত তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি।

৪. যে কোনও কাজের পিছনেই চিন্তা ভাবনা করতে হয়, মাথা ঠাণ্ডা রাখতে হয়। কিন্তু ঘুম কম হলে মেজাজ বিগড়ে যায়। তখন গুছিয়ে কাজ করার মানসিকতা থাকে না।

৫. দিনের পর দিন ঘুম কম হলে মানসিক সমস্যা তৈরি হয়, বিষন্নতা বাড়ে। সেই সঙ্গে শারীরিক সম্পর্কের আগ্রহও কমে যায়।

৬. গবেষণা বলছে, ঘুম কম হলে ওজন কমে না বরং বাড়ে।

৭. রাতে ঘুম কম হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, হজম ভালো হয় না। তখন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

৮. কম ঘুমে বয়সের আগেই ত্বক কুঁচকে যায়, অ্যালার্জির সমস্যা বাড়ে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে।

৯. দিনের পর দিন না ঘুমালে শরীর খারাপের সঙ্গে সঙ্গে মনও অস্থির লাগে। এ পরিস্থিতিতে গাড়ি চালালে মনঃসংযোগের অভাবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন