হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

  03-08-2019 10:20AM


পিএনএস ডেস্ক: ডেঙ্গুর প্রাদুর্ভাব গত মাসের চেয়েও বেপরোয়া হয়ে উঠছে চলতি মাসের প্রথম দুই দিনেই। গত দুই দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা পৌঁছে গেছে তিন হাজার ৪০৫ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, এই হারে বাড়তে থাকলে চলতি মাসের শেষে হাসপাতালে রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জুলাই মাসে যা উঠেছিল ১৫ হাজার ৬৪৩ জনে। এমন পরিস্থিতির মধ্যেই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার উপকরণের। সরকারি-বেসরকারি অনেক হাসপাতালেই পর্যাপ্ত উপকরণ নেই। ফলে পরীক্ষা করতে গিয়ে ফিরে যেতে হচ্ছে কিংবা এখানে ওখানে ঘুরে ঘুরে হন্যে হতে হচ্ছে রোগীদের। এতে করে মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ।

জানা গেছে, ঢাকায় ও ঢাকার বাইরে গত তিন-চার দিন দিন ধরে উপকরণ না থাকার অজুহাতে পরীক্ষা বন্ধ রেখেছে বিভিন্ন হাসপাতাল। তবে বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষার উপকরণ না থাকার বিষয়টিকে কৃত্রিম সংকট বলে অভিযোগ তুলেছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন