ডেঙ্গু টেস্ট কিট সহজলভ্য করতে হটলাইন চালু করা হবে

  03-08-2019 12:35PM


পিএনএস ডেস্ক: ডেঙ্গু পরীক্ষার উপকরণ স্বল্পতার অভিযোগের মুখে ডেঙ্গু টেস্ট কিট সহজলভ্য করতে হটলাইন চালু করার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন। এ হটলাইনে কল করে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো কোথায় কোন আমদানিকারক, পাইকারি বা খুচরা বিক্রেতার কাছে ডেঙ্গু টেস্ট কিট মজুত রয়েছে তা জেনে প্রয়োজনীয় সংখ্যক কিট সংগ্রহ করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী দু-একদিনের মধ্যে যেকোনো সময় হটলাইন চালু হওয়ার কথা রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজনরা হটলাইনে আরো কিছু সেবা পাবেন। এর মধ্যে রয়েছে কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু টেস্ট করাচ্ছেন সে সম্পর্কে অভিযোগ জানানো সুযোগ। তবে মূলত ডেঙ্গু সন্দেহ হলে যেন নারী, পুরুষ ও শিশুদের ডেঙ্গু টেস্ট নিশ্চিত করা যায় সেজন্যই চালু হচ্ছে এ হটলাইন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন