স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং রক্তচাপ বাড়ার জন্য দায়ী এই একটি জিনিস

  23-10-2019 04:23PM

পিএনএস ডেস্ক : সুস্থ থাকার জন্য খাওয়ার কোনো বিকল্প নেই। তবে কোন খাবারটি কি পরিমাণ খাওয়া উচিত, তার উপরও নির্ভর করে আমাদের সুস্থ থাকা। অতিরিক্ত মাত্রায় কোন কিছু খাওয়াই অস্বাস্থ্যকর।

তবে জানলে অবাক হবেন, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা এই একটি জিনিসই স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং রক্তচাপ হওয়ার কারণ। আর তা হচ্ছে লবণ।

শুধু লবণ খেলেই রক্তচাপ বাড়া থেকে শুরু করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পর্যন্ত ঘটে যেতে পারে, এমনই পরিষ্কার জানিয়ে দিল WHO। সংস্থা সূত্রে জানা যায়, দিনে ৫ গ্রামের বেশি লবণ খেলে শরীরের পক্ষে আসতে পারে ঘোরতর বিপদ।

সমীক্ষার মাধ্যমে জানা গেছে বেশি খাওয়ার জন্য প্রতিবছর ১৬ লাখের বেশি লোক মারা। যেখানে এশিয়ার লোকের সংখ্যা সব থেকে বেশি। দিনে ৫ গ্রামের বেশি লবণ খেলে রক্তের পাশাপাশি স্বাস্থ্যও নষ্ট হতে শুরু করে।

সারা পৃথিবীতে এশিয়ায় সব থেকে বেশি লবণের ব্যবহার করে থাকে। এর পাশাপাশি সবথেকে বড় খবর হল, এই মহাদেশের ভারতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গড়ে প্রায় ১০ গ্রাম নুন খেয়ে থাকে। যা অন্যান্য দেশে এর অনেকটাই কম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন