করোনার ঝুঁকিতে পুরুষরাই বেশি

  13-02-2020 08:30AM



পিএনএস ডেস্ক: নারীদের তুলনায় পুরুষেরাই করোনাভাইরাসের ঝুঁকিতে বেশি রয়েছেন। সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে আসছে।

উহান বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেসব রোগী নথিভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৫৪ শতাংশই পুরুষ বলে জানা গেছে। আর ভাইরাসটি আগে থেকেই স্বাস্থ্য সমস্যায় থাকা বয়স্কদের বেশি আক্রান্ত করছে।-খবর মেইল অনলাইনের

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওপর চালানো এর আগের এক জরিপে দেখা গেছে ৬৮ শতাংশ পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গবেষকরা এখন বের করার চেষ্টা করছেন যে কীভাবে পুরুষরা বেশি সংক্রমিত হচ্ছেন কিংবা নারী ও শিশুরা সুরক্ষিত থাকছেন।

তাদের ধারনা, পুরুষের শরীরে এমন কোনো জৈবিক পরিস্থিতি রয়েছে, যাতে তারা এই ভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন। কিন্তু কোনো কোনো গবেষক এ ধারনায় আস্থা রাখছেন না।

এর আগে ২০০২ থেকে ২০০৩ সালে ছড়িয়েপড়া সার্স ভাইরাসেও আক্রান্তের সংখ্যা পুরুষই বেশি ছিলেন।

উহানের একটি হাসপাতালে ১৩৮ রোগীর ওপর চালানো এক জরিপে দেখা গেছে, তাদের ৫৪ দশমিক ৩ শতাংশ পুরুষ। তাদের মধ্যে এক চতুর্থাংশকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

আর চার শতাংশের বেশি মারা গেছেন। আক্রান্তদের মধ্যে তরুণ ছিলেন ২২ জন। আর আক্রান্তদের গড় বয়স ৫৬ বছর।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন