আবারো হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  04-06-2020 03:33PM


পিএনএস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ) বুধবার এক ঘোষণায় জানায় যে, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা চিকিত্সাএর ট্রায়ালে ব্যবহার করা যাবে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সাযর জন্য এই ওষুধটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল আবারো শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

২৫ মে এক ঘোষণায় করোনা রোগীদের চিকিত্‍‌সায় হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি মেডিক্যাল জার্নাল দ্য লেনসেট এ একটি গবেষণার রিপোর্টে দাবি করা হয় যে, কভিড-১৯ রোগীদের উপর এই ওষুধ প্রয়োগ করা হলে মৃত্যুর সম্ভাবনা বাড়বে।

সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেইসাস সাংবাদিক সম্মেলনে জানান, সুরক্ষার কথা মাথায় রেখে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যে হাইড্রক্সিক্লোরোকুইনকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল, সেটাই আবার ব্যবহার করার অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সূত্র : এনডিটিভি

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন