মোদি গুজরাট ও কাশ্মীরের কসাই: বিলওয়াল ভুট্টো

  18-10-2016 08:38AM



পিএনএস ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভূট্টো জারদারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার গুজরাটের পাশাপাশি জম্মু-কাশ্মীরের কসাই বলেছেন। ইন্ডিয়া টুডে জানায়, রোববার এক জনসভায় বিলওয়াল ‘মোদি একজন উগ্রবাদী এবং তার কাছ থেকে কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেন।

বিলওয়ালকে উদ্ধৃত করে পাকিস্তানের জিও টিভি জানায়, কাশ্মীরের নির্যাতন থেকে সবার দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তিনি বারবার পাকিস্তানকে দোষারোপ করছেন।

পিপিপি প্রধান কাশ্মীরীদের কথা উল্লেখ করে বলেন, তারা তাদের আত্মনিয়ন্ত্রাধিকার অর্জনের জন্য সংগ্রাম করছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কাশ্মীর ইস্যুতে কেউ কেউ পার্লামেন্ট অধিবেশন বয়কট করেছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরও সমালোচনা করেন। তিনি বলেন, নওয়াজ শরীফের নীতির কারণে পাকিস্তান দুর্বল হয়ে পড়ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন