কাবুলে বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত

  19-10-2016 11:29PM

পিএনএস: আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন।

একই ঘটনায় আরেকজন বেসামরিক লোক নিহত হন।

আফগান সেনাদের পোশাক পরা এক বন্দুকধারী একদল মার্কিন সেনার ওপর গুলি ছুড়তে শুরু করে। এতে ওই তিনজন নিহত হন।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় কাবুলে একটি সেনাঘাঁটি পরিদর্শনের সময় সেনাদলের ওপর হামলা হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে ন্যাটো থেকে প্রকাশিত এক বিবৃতিতে দুই মার্কিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

দৌলত ওয়াজিরি ও ন্যাটোর তথ্যানুযায়ী, বন্দুকধারী হামলাকারী সেনাদের সঙ্গে গোলাগুলির সময় নিহত হয়।

আফগান সেনাদের প্রশিক্ষণ, সাহায্য ও কৌশলগত সহায়তার জন্য ন্যাটোর অধীনে আফগানিস্তানে কয়েক শত মার্কিন সেনা। আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা ও মার্কিন কমান্ডার জেনারেল জন লিকোলসন জানিয়েছেন, ‘যেকোনো সময় আমাদের টিমের যেকাউকে হারাতে পারি, এটি খুবই দুঃখজনক।’

আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর শতাধিক সদস্য সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। লং ওয়ার জার্নাল নামে একটি ব্লগের তথ্য দিয়ে আলজাজিরা জানিয়েছে, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ন্যাটো সেনাদের ওপর এ ধরনের ৯২টি হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৫০ বিদেশি সেনা।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন