হিলারিকে ৭০ নোবেল জয়ীর সমর্থন

  20-10-2016 01:16AM


পিএনএস: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন ৭০ জন নোবেল জয়ী বিশিষ্ট ব্যক্তি।

হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়- মঙ্গলবার প্রকাশিত এক খোলা চিঠিতে বিশিষ্ট ব্যক্তিরা হিলারির প্রতি নিজেদের এ সমর্থন জানান।

হিলারির প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারি 'বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সমর্থন করবেন'।

চিঠিতে তারা আরও বলেন, 'দেশের স্বাধীনতা সংরক্ষণে, সাংবিধানিক সরকার ব্যবস্থার সুরক্ষায়, জাতীয় নিরাপত্তা এবং উন্নত ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনের নির্বাচিত হওয়া অপরিহার্য।'

বিজ্ঞানের বিভিন্ন শাখায় নোবেল পুরস্কার পাওয়া ৭০ বিশিষ্ট ব্যক্তির চিঠিতে অবশ্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছুই বলা হয়নি।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন