মসুল পুনরুদ্ধারে অভিযানে কুর্দিশ বাহিনী

  20-10-2016 11:52AM

পিএনএস ডেস্ক: মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কুর্দিশ যোদ্ধারা ইরাকের মসুল শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের অভিযান শুরু করেছে।

কুর্দিশ যোদ্ধারা আইএস নিয়ন্ত্রিত ২০টি গ্রাম পুনরুদ্ধার করেছে। খবর বিবিসির।

ইরাকি সেনা বাহিনী এখন মসুলের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, আইএস নেতারা যে মসুল ছেড়ে পালিয়ে গেছে তার প্রমাণ পাওয়া গেছে। তবে কোন নেতারা পালিয়ে গেছেন তা জানানো হয়নি। বিশেষ করে আইএসের প্রধাণ নেতা আবু বকর আল বাগদাদি কোথায় আছেন তা স্পষ্ট নয়।

এখনও ৫ হাজার আইএস যোদ্ধা শহরটিতে অবস্থান করছে বলে জানা গেছে। তারা মসুলের বাসিন্দাদের সরে যাওয়ার পথ আটকে রেখেছে। ওই এলাকার বাসিন্দারা খাদ্য ও পানির সঙ্কটে আছেন।

উল্লেখ্য, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সালের জুন থেকে আইএসের দখলে রয়েছে। তারা শহরটিতে আইএসের শক্ত ঘাঁটি বানিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠি আইএস-এর কাছে থেকে মসুলের নিয়ন্ত্রণ নিতে মার্কিন নেতৃত্বাধীন জোট, ইরাকি বাহিনী এবং কুর্দি যোদ্ধারা অভিযান পরিচালনা করছে। মসুল পুনরুদ্ধারে সোমবার (১৭ অক্টোবর) আইএসরে বিরুদ্ধে এই অভিযান শুরু করা হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন