গর্ভপাতের বিপক্ষে ট্রাম্প, সমালোচনায় হিলারি

  20-10-2016 12:26PM

পিএনএস ডেস্ক: আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্কে হিলারি-ট্রাম্প গর্ভপাত আইন নিয়ে বিতর্কে জড়ান।

হিলারি বলেন, আমি মনে করি গর্ভপাত নারীর একান্ত ব্যক্তিগত অধিকার। প্রত্যেক নারীর জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ একটি সিদ্ধান্ত। অবশ্যই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে।

এর আগে ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট হলে গর্ভপাতের বিপক্ষে অবস্থান নেবেন। বিভিন্ন আদালতের দেওয়া গর্ভপাত বিরোধী রায়গুলো টিকে থাকবে বলেই মত প্রকাশ করেন তিনি।

এই বিষয়ে হিলারি ট্রাম্পের সমালোচনা করে বলেন, এর আগে ট্রাম্প বলেছেন, গর্ভপাতের জন্য নারীদের শাস্তি হওয়া উচিত। আমি জানি না তিনি আসলে কোন যুগে আছেন। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন আর পেছেনে যাওয়ার সুযোগ নেই।

পাল্টা জবাবে ট্রাম্প হিলারির সমালোচনায় বলেন, হিলারি একজন মায়ের গর্ভ থেকে তার বাচ্চাকে টেনে-হিঁচড়ে বের করে ফেলাটা সমর্থন করতে পারেন। কিন্তু আমি এটা সমর্থন করতে পারি না।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন