ইমরানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত

  20-10-2016 10:03PM

পিএনএস ডেস্ক : এ মাসের মধ্যেই গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। পাকিস্তানি সংবাদপত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালে এ খবর প্রকাশিত হয়েছে। আগামী ২ নভেম্বর নওয়াজ শরিফ সরকারের বিরুদ্ধে পথে নেমে গোটা ইসলামাবাদ অচল করার ডাক দিয়েছেন ইমরান। তাঁর সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, তা নিশ্চিত করতেই ইমরানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত খবর অনুযায়ী, 'বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেপ্তারির ছক কষছে নওয়াজ শরিফ সরকার। তার মধ্যে রয়েছে পিটিআই-এর চেয়ারম্যান ইমরানও খানও। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার যে চেষ্টা তিনি করছেন, তা বানচাল করতেই ইমরানকে গৃহবন্দি করে রাকা হতে পারে।'

পাকিস্তানি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দল পিটিআই নওয়াজ শরিফের কাজকর্মের বিরুদ্ধে সরব হয়েছে। আগামী ২ নভেম্বর ইসলামাবাদ অচল করার ডাক দিয়েছেন ইমরান। শরিফ সরকারের এক প্রতিনিধির কথায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ স্তব্ধ করার অধিকার কারোর নেই। কেউ এরকম করার চেষ্টা করলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন