ফিলিপাইনে শক্তিশালী টাইফুনে নিহত ১২

  21-10-2016 05:15PM

পিএনএস ডেস্ক : ফিলিপাইনে গত তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাইমার আঘাতে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কর্মকর্তাদের বরাতে এ সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাদ্যম টাইমস অব ইন্ডিয়া। টাইফুনটি এখন হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে শস্য ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। উত্তরাঞ্চলের হাজার হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

জাতীয় দুর্যোগ-ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান রিকার্ডো জালাদ জানান, বিভিন্ন প্রদেশ কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুসারে, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন করডিলেরা অঞ্চলের।

কাগায়ান প্রদেশের গভর্নর ম্যানুয়েল মামবা বেতারে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত বুধবার দিবাগত রাতে ২২৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি হয়। এতে ৫০ থেকে ৬০ হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। ২০১৩ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ানের’ আঘাতে কমপক্ষে ৬ হাজার লোকের প্রাণহানি ঘটে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন