আইএসের পাল্টা আঘাতে বেশ ক্ষতি

  21-10-2016 08:50PM

পিএনএস ডেস্ক : ইরাকের মসুল দখল করতে ইরাকি বাহিনী নেতৃত্বে সম্মিলিত বাহিনী তীব্র হামলা চালাচ্ছে তিন দিন ধরে। প্রথম দুদিন তারা ব্যাপক অগ্রগতির দাবি করলেও আজ শুক্রবার তৃতীয় দিনে পাল্টা আঘাত হেনেছে। এতে ইরাকি বাহিনীর বেশ ক্ষতি হয়েছে।

মসুল ঘিরে তীব্র লডা়ই চলার মধ্যেই উত্তর ইরাকের কিরকুক শহরে হানা দেয় আইএস৷ বিভিন্ন সরকারি দফতরের সামনে সেনা-উগ্রপন্থী গুলি বিনিময়ে বেশ কয়েকজন সেনা কর্মীর মৃত্যু হয়েছে৷ উগ্রবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে ১৩ সরকারি কর্মীর৷ সেনা বাহিনীর পালটা গুলিতে অন্তত ১২ জন আইএস উগ্রবাদীর মৃত্যু হয়েছে৷ কিরকুকে ভয়াবহ হানার পাশাপাশি উত্তর ইরাকের দিবিস শহরে বিদ্যুৎ কেন্দ্রেও আইএস হানা দিয়েছে৷ এখানে পর পর তিনবার আত্মঘাতী নাশকতা ঘটায় আইএস৷ ১৬ জনের মৃত্যু হয়েছে৷

তবে কিরকুকের পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল৷ এখানে আরো মৃত্যুর আশঙ্কা থাকছে৷ অন্যদিকে আইএস ঘাঁটি মসুলের লড়াই চরমে৷ প্রায় কোণঠাসা ইসলামিক স্টেট৷

আল আরাবিয়া সংবাদপত্রের দাবি, অন্তত তিনটি পথ ধরে মসুল থেকে পালানোর ছক করেছেন আইএস নেতা বাগদাদি৷ বিভিন্ন গোয়েন্দা তথ্যের বিশ্লেষণেও উঠে এসেছে এই তথ্য৷ বাগদাদিকে এসকর্ট করতে প্রস্তুত বিশেষ বাহিনী৷ তারা যেকোনো উপায়ে তাদের খলিফাকে মসুল থেকে বের করবে৷ ফলে মসুলের চূড়ান্ত সামরিক অভিযানের মুহূর্তগুলিতে বিশেষ সতর্কতা নিচ্ছে ইরাকি ও কুর্দিস বাহিনীর সম্মিলিত জোট৷

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন