৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

  22-10-2016 01:29AM


পিএনএস: যে কোনো প্রশাসনিক সমস্যা, রাস্তার বেহাল দশা কিংবা চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির সম্মুখীন হলে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের অভিযোগ দাখিল করার কথা রাজ্যবাসীকে বলেছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ কিন্তু তাঁর এই মানবসেবাই সমস্যা ডেকে আনল মন্ত্রীর জীবনে৷ হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি প্রশাসনিক সমস্যার অভিযোগের পরিবর্তে পেলেন বিয়ের প্রস্তাব৷ একটি কিংবা দু’টি নয়৷ রীতিমতো ৪৪ হাজার বিবাহ প্রস্তাব পেলেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী৷ অনুপমা, প্রিয়া, কাঞ্চন, দেবিকার মতো বহু নারীই মন্ত্রীকে প্রেম এবং বিবাহ প্রস্তাব দিয়েছেন৷ আর খুব আশ্চর্যভাবেই তাঁরা ভেবেছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলি বুঝি সোজা গিয়ে তাঁদের স্বপ্নের পুরুষের কাছে পৌঁছাবে৷ কিন্তু বাস্তবে স্বভাবতই এমনটা হয়নি৷ তাঁদের পাঠানো এই বার্তা গিয়ে তাঁর দফতরের কর্মীর হাতে পৌঁছেছে৷ আর এই বার্তার খবর প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে চারদিকে৷
জানা গেছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭ হাজার বার্তা এসেছে৷ কিন্তু তার মধ্যে ৪৪ হাজার বার্তাই বিয়ের প্রস্তাব৷ মাত্র ৩ হাজার বার্তা অভিযোগ সংক্রান্ত।
এই বিষয়ে আরজেডি’র উত্তরসূরিকে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, ‘আমি বিবাহিত হলে এই বিষয়টি নিয়ে সমস্যা হত বাড়িতে। কিন্তু আমি এখনো সিঙ্গল।’
‘বিয়ের কথা ভাবছেন?’ প্রশ্নের উত্তরে লাজুক ২৬ বছরের মন্ত্রীর উত্তর, ‘বিয়ে তো করব৷ কিন্তু পরিবারের সদস্যরা যাঁকে পছন্দ করবেন, তাকেই জীবনসঙ্গী হিসাবে দেখতে চাই৷’



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন