পুরো বিশ্ব ওবামাকে অপছন্দ করে: ট্রাম্প

  22-10-2016 11:42AM



পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী ওবামাকে অপছন্দ করার কারণেই বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টিকে সামনে রেখেই তিনি এই মন্তব্য করেন।

পেনসিলভ্যানিয়ার জনসটাউনে নির্বাচনি প্রচারণায় ট্রাম্প
শুক্রবার পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জনসটাউনে এক নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেন, ‘পুরো বিশ্ব আমাদের প্রেসিডেন্টকে অপছন্দ করে।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্ব আমাদের অপছন্দ করে। ফিলিপাইনের সঙ্গে বছরের পর বছর কি হয়েছে, তা আমরা দেখেছি। তারা এখন রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকছে। কারণ তারা একটি দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকাটা পছন্দ করছে না।’

এর আগে বৃহস্পতিবার দুয়ার্তে দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।’ তিনি আরও দাবি করেন, এখন চীন, ফিলিপাইন এবং রাশিয়া রয়েছে এক পক্ষে, অপরদিকে পুরো বিশ্ব। তবে শুক্রবার ম্যানিলায় দুয়ার্তে জানিয়েছেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে’ ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতি টানবে না।

দুয়ার্তের এই মন্তব্যের রেশ ধরেই ট্রাম্প ওই মন্তব্য করেন। তিনি তার নির্বাচনি প্রচারণাকে ‘ব্রেক্সিট’ বা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সঙ্গেও তুলনা করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন