হাইতিতে কারাগার ভেঙ্গে ১৭০ কয়েদি পালিয়েছে

  23-10-2016 09:28AM



পিএনএস ডেস্ক: হাইতিতে কারাগার ভেঙ্গে পালিয়ে গেছে ১৭০ অধিক কয়েদি। আর এ ঘটনায় নিহত হয়েছেন ২ জন।

শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৩০ মাইল দূরে উত্তরের শহর আরকাকেই কারাগার ভেঙ্গে পালিয়ে গেছে ১৭০ অধিক কয়েদি। কারাগারে বিদ্রোহ দেখা দেয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাইতির বিচারমন্ত্রী ক্যামেলি এডুওয়াড জুনিয়র। এ ঘটনায় কয়েদি ও কারাগারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময় হওয়ায় দুইজন নিহত হয়। যাদের একজন নিরাপত্তা রক্ষী ও আরেকজন কয়েদি।

কারা কর্তৃপক্ষ জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তা নিয়ে কয়েদিদের খোঁজে নানা স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ১১ জন কয়েদিকে আটক করা হয়েছে। কারাগারের আশপাশের রাস্তা-ঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন