নির্বাচিত হলে সব অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করবো: ট্রাম্প

  23-10-2016 10:26AM

পিএনএস ডেস্ক: যৌন হয়রানির অভিযোগ আনা নারীদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নারীকে অনেক সম্মান করেন জানিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তাকে নির্বাচনে পরাজিত করতেই এসব ষড়যন্ত্র করছে বিশ্ব গণমাধ্যম।

পেনসিলভানিয়ার গেটিসবার্গে প্রচারণাকালে, যৌন নির্যাতনে অভিযোগকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে, ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে যৌন নির্যাতনের অভিযোগ করেছে হলিউড অভিনেত্রী জেসিকা ড্রেইক।

২০০৬ সালে গলফ টুর্নামেন্টে ট্রাম্প, ড্রেইকের মুখ চেপে ধরে তাঁকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। ট্রাম্পের বিরুদ্ধে প্রমাণ আছে উল্লেখ করে ড্রেইক বলেন, একজন হোটেল প্রহরী এ ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে প্রহরীর পরিচয় তিনি প্রকাশ করেননি। সিএনএন বলছে, ড্রেইককে নিয়ে মোট ২১ নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন