‘মহাকাশ থেকে দেখেছি ভারতের ভয়াবহ দূষণের ছবি’

  23-10-2016 11:33AM



পিএনএস ডেস্ক: ‘মহাকাশ থেকে ভারতের দূষণের ছবিটা দেখে চমকে উঠতে হয়’। এ কথা জানিয়েছেন মার্কিন মহাকাশচারী স্কট কেলি। বছরের বেশিরভাগ সময়ই মহাকাশ থেকে ভারতের কোনো শহর দেখা যায় না বলে জানিয়েছেন তিনি। তবে শুধু ভারত নয়, এই তালিকায় রয়েছে চীনও।

মহাকাশে গোটা একটা বছর কাটিয়েছেন স্কট কেলি। বছরের বিভিন্ন সময় মহকাশ থেকে পৃথিবীর কোনো দেশকে কীরকম দেখতে লাগে, তা চাক্ষুস করার সুযোগ হয়েছে তাঁর। নিজের সেই অভিজ্ঞতার কথাই হোয়াইট হাউসে মার্কি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে শুক্রবার তুলে ধরেন তিনি। মহাকাশের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি সবার আগে তুলে ধরেন পরিবেশ দূষণের প্রসঙ্গ। এ বিষয়ে ভারত ও চীনের ছবি রীতিমত আতঙ্কজনক বলে জানিয়েছেন কেলি। প্রায় সারা বছর এই দুই দেশের অধিকাংশ শহরকে যে ভাবে মোটা দূষণের পর্দা ঘিরে রাখে, তা যথেষ্ট উগ্বেগজনক বলে জানিয়েছেন তিনি।

পরিবেশকে কীভাবে আমরা ধ্বংস করে যাচ্ছি, সে কথা এদিন উল্লেখ করেন স্কট কেলি। স্কট কেলিকে মার্কিন হিরো’র আখ্যা দেন ওবামা। আমেরিকার পরবর্তী লক্ষ্য মঙ্গলে মানুষ পাঠানো বলে জানিয়েছেন তিনি। সূত্র: এই সময়

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন