এভারেস্ট জয়ী প্রথম নারীর মৃত্যু

  23-10-2016 12:11PM

পিএনএস ডেস্ক: এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের পর্বতারোহী জুনকো তাবেই মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। সাইতামা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী তাবেই। চার বছর আগে তার পেটে ক্যান্সার ধরা পড়ে।

১৯৭৫ সালের মে মাসে এভারেস্ট জয় করেন ৩৫ বছর বয়সী তাবেই। এরপর ১৯৯২ সালে বিশ্বের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ শেষ করেন তিনি।

এভারেস্ট জয়ের মাত্র ১২ দিন আগে তুষার ধসে চাপা পড়েছিলেন তাবেই। পরে একজন গাইড তাকে তুষারের নীচ থেকে টেনে তোলেন। তারপরও অভিযান বাতিল করেননি সাহসী এই নারী। সেখান থেকেই আবার পাহাড় চড়তে শুরু করেন এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখেন।

সর্বশেষ এ বছর জুলাইয়ে মাউন্ট ফুজির চূড়ায় উঠেন তিনি। এ সময় তার সঙ্গী ছিল ২০১১ সালে ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানের ফুকুশিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন