রমেকে অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

  24-10-2016 01:07AM


পিএনএস: কুড়িগ্রামে দগ্ধ বুদ্ধিপ্রতিবন্ধী শিশু রেবা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে রমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

রেবা কুড়িগ্রাম জেলার সদর এলাকার মৃত আব্দুল ওহাবের মেয়ে।

জানা যায়, চাচা ওয়ারেস আলীর বাসায় থাকতো রেবা। সেখানে সে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসার বাইরে তালাবদ্ধ ছিলো। পরে এলাকাবাসি তালা ভেঙ্গে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রমেকে ভর্তি করে।

রমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো.মারুফুল ইসলাম জানান, রেবার শরীরের ৭৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল।

এদিকে চাচা ওয়ারেস আলীর দাবি, রোববার সকালে স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে বাসা থেকে বের হন তিনি। প্রতিদিনের মতো রেবাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। অফিসে পৌঁছানোর আগেই মোবাইলে রেবার দগ্ধ হওয়ার খবর পেয়ে বাসায় ফিরে যান। এর পর তিনি রেবাকে কুড়িগ্রাম থেকে রমেকে ভর্তি করেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন