এক পিস চিপসের দাম হাজার টাকা!

  24-10-2016 09:22AM


পিএনএস ডেস্ক: ভালো জিনিস খেতে হলে টাকায় কার্পণ্য করলে চলে না। তা বলে ৫৬ ডলার, মানে ৩৮০০ টাকা, তাও ৫ পিস পোট্যাটো চিপসের জন্য। যতই আর্থিক সামর্থ্য থাক, কজন এভাবে খরচ করবেন?

দুনিয়ার সবচেয়ে দামি এই পোট্যাটো চিপসটি বানিয়েছে সুইডেনের একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা 'সেন্ট এরিক'।

সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, খুব মনোযোগের সঙ্গে বানাতে হয়েছে এই আলুর চিপস। নামে পোট্যাটো চিপস হলেও এমন কিছু উপাদান এতে রয়েছে যার জন্য দাম এত বেশি। এতে রয়েছে মাতসুতাকের মতো বিশেষ একধরনের ছত্রাক। পাবেন ফারো দীপপুঞ্জ থেকে সংগ্রহ করা দুর্লভ কিছু ছত্রাক ও শৈবাল। ছিল যব থেকে প্রস্তুত বিয়ারও।

'সেন্ট এরিক'-এর যিনি পাচক, অর্থাত্ এই মহার্ঘ আলুর চিপস যাঁর মস্তিষ্কপ্রসূত সেই শেফ পি লে জানিয়েছেন, প্রতিটি চিপস হাতে ধরে ধরে তাকে বানাতে হয়েছে। স্বাদ থেকে গন্ধ, সবকিছুর সুষম মিশেল ঘটাতে হয়েছে। সূত্র: ওয়েবসাইট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন