নির্বাচনী প্রচারণায় হিলারির চেয়ে পিছিয়ে ট্রাম্প

  24-10-2016 09:57AM


পিএনএস ডেস্ক: নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে হিলারির চেয়ে পিছিয়ে থাকার কথা স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার। যদিও এখনো হেরে যাননি এবং এই পরিস্থিতি থেকেও জেতা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ইউটাহ এবং অ্যারিজোনা যেখানে প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো জিতে যেতে পারে হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাট দল।এই পরিস্থিতি প্রায় পুরো দেশজুড়েই। নির্বাচনের যখন মাত্র দুই সপ্তাহের মতো বাকি এমন অবস্থায় পিছিয়ে থাকার কথা স্বীকার করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কেল্যানি কনওয়ে।

তাঁর মতে হিলারি ক্লিনটনের কিছু বাড়তি সুবিধা রয়েছে। "তবে এখনি আমরা হাল ছেড়ে দিচ্ছি না, জানি এমন অবস্থা থেকেও জিতে যাওয়া সম্ভব"- বলে জানিয়েছেন কনওয়ে।

এমনকি নিজ দলের মধ্যেও তৈরি হচ্ছে বৈরি পরিস্থিতি। নিউহ্যাম্পশায়ারের রিপাবলিকান সিনেটর কেলি এওট সমর্থন উঠিয়ে নিয়েছেন ট্রাম্পের ওপর থেকে।এখানে তিনি বলছেন যে, "আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছিনা। তার কথা এবং কাজের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছি"।

তাঁর মতে হিলারি ক্লিনটনের কিছু বাড়তি সুবিধা রয়েছে। "তবে এখনি আমরা হাল ছেড়ে দিচ্ছি না, জানি এমন অবস্থা থেকেও জিতে যাওয়া সম্ভব"- বলে জানিয়েছেন কনওয়ে।

এমনকি নিজ দলের মধ্যেও তৈরি হচ্ছে বৈরি পরিস্থিতি। নিউহ্যাম্পশায়ারের রিপাবলিকান সিনেটর কেলি এওট সমর্থন উঠিয়ে নিয়েছেন ট্রাম্পের ওপর থেকে। এখানে তিনি বলছেন যে, "আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছিনা। তার কথা এবং কাজের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছি"। সূত্র: বিবিসি বাংলা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন