পশ্চিমতীর থেকে ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ

  24-10-2016 02:19PM



পিএনএস ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে রবিবার রাতব্যাপী অভিযান চালিয়ে ১৯ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ।

রবিবার ইহুদিদের ‘সুক্কত তাওরাত’ হলিডে শুরুর প্রাক্কালে পশ্চিমতীরে দখলকৃত ফিলিস্তনি ভূখণ্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড এক টুইট বার্তায় দাবি করেন, আটককৃতরা দুই সপ্তাহ আগে 'ইওম কিপ্পুর' হলিডেতে দাঙ্গার সঙ্গে জড়িত ছিলেন।

'ইওম কিপ্পুর' ছুটির দিনে জেরুজালেমের ইহুদি এলাকায় কোনো ধরনের প্রবেশ রোধ করতে ইসরাইলি কর্তৃপক্ষ কংক্রিটের ব্লক তৈরি করলে ফিলিস্তিনি যুবকদের সঙ্গে পূর্ব জেরুজালেমে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিলিস্তিনি নিউজ এজেন্সি ‘মা’ন’ এর তথ্যানুযায়ী, গত সপ্তাহে ইহুদিদের ‘সুক্কত তাওরাত’ হলিডে উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হলে পূর্ব জেরুজালেম থেকে ৬৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

বছরব্যাপী বাইবেল পঠনকে স্বরণীয় করে রাখতে ‘সুক্কত তাওরাত হলিডে’ পালন করা হয়। এ উৎসব গত রবিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং আগামী সোমবার অধিকৃত পশ্চিমতীরে উৎসবটি শেষ হবে। সূত্র: আনাদলো নিউজ এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন