ফরাসী পুলিশ ভেঙ্গে দিচ্ছে অধিবাসী ক্যাম্প 'জাঙ্গল'

  24-10-2016 06:32PM

পিএনএস ডেস্ক: ফ্রান্সের কর্তৃপক্ষ 'জাঙ্গল' নামে পরিচিত ক্যাম্প থেকে অভিবাসন প্রত্যাশীদের সরিয়ে নিতে শুরু করেছে।

উত্তরাঞ্চলীয় বন্দর ক্যালে থেকে বাস বোঝাই করে হাজার হাজার অভিবাসীকে ফ্রাসের নানা জায়গায় পাঠিয়ে দেয়া হচ্ছে এবং ক্যাম্পটি ভেঙে দেয়া হচ্ছে।
অন্যত্র সরিয়ে নেয়ার পর এসব অভিবাসী ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন।

তবে ক্যালের পুলিশ প্রধান বলেছেন সোমবারের মধ্যে সব অভিবাসীকে সরিয়ে নেয়ার জন্য যত বাস তরকার তা নেই বলেই তার মনে হয়েছে।

জাঙ্গল ক্যাম্প ভেঙে দেয়ার কাছে মোতায়েন করা হয়েছে ১২শোরও বেশি পুলিশ এবং অভিবাসন কর্মকর্তা।

এই ক্যাম্পের বেশিরভাগেরই আশা ছিল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারা ব্রিটেনে পৌঁছুবেন।

ক্যালেতে এর আগেও অভিবাসীরা এধরনের ক্যাম্প গড়ে তুলেছিলেন, কিন্তু পুলিশ সেগুলো ভেঙে দেয়। বিবিসি

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন