যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল চীন

  24-10-2016 07:33PM

পিএনএস ডেস্ক : ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মার অরুনাচলপ্রদেশ সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, এর ফলে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হবে। এই সফরকে অরুণাচল নিয়ে মার্কিন মধ্যস্থতা হিসেবে দেখছে বেইজিং। তিনি বলেছেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত ও চীনের মধ্যে অরুনাচল নিয়ে বিরোধকে আরো জটিল করে তুলবে। অরুনাচলপ্রদেশের ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকাকে নিজেদের বলে দাবি করে চীন।

তাদের মতে, এই অংশ দক্ষিণ তিব্বত। অরুণাচলপ্রদেশ ঘুরে ২১ অক্টোবর টুইটারে ছবি প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মা। সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।

এ নিয়ে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লু কাং বলেন, চীন মার্কিন রাষ্ট্রদূতের আচরণের বিরোধিতা করছে। এর ফলে, দুই দেশের কষ্টার্জিত শান্তি এবং সীমান্তের স্থিতাবস্থা বিঘ্নিত হবে। ১৯৬২ সালে চীন–ভারত যুদ্ধের সময় থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের বিবাদ রয়েছে।

ভারতের দাবি চীন বেআইনিভাবে ভারতের ১৪ হাজার ৬০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। বহুবার সমস্যা নিরসনে বৈঠক করেছে দুই দেশ। কোনো সমাধান সূত্র মেলেনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন