‘গাজার সঙ্গে ইসরাইলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ’

  24-10-2016 07:49PM



পিএনএস ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যান সোমবার ফিলিস্তিনের এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাতকারে বলেছেন, গাজার উগ্রবাদীদের সঙ্গে ইসরাইলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ। কারণ ইসরাইল এই যুদ্ধে উগ্রবাদীদের সম্পূর্ণভাবে নির্মূল করবে।

লিবারম্যান আরো বলেন, গাজার সাথে নতুন করে যুদ্ধ শুরুর তার কোনো আগ্রহ নেই। তবে যদি হয়, ২০০৮ সালের পর থেকে এটি হবে চতুর্থ যুদ্ধ।

তিনি উগ্র রাজনীতি বন্ধ করতে হামাসকে চাপের মুখে রাখতে ফিলিস্তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

জেরুসালেমভিত্তিক আল কুদস সংবাদপত্রের সাথে এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি এটা স্পষ্ট করতে চাই, ‘আমাদের প্রতিবেশী দেশ গাজা উপত্যকা বা পশ্চিম তীরের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার আমাদের কোনো ইচ্ছা নেই।’

‘তবে ইরানের মতো যদি ইসরাইলকে নির্মূল করার ঘোষণা দিয়ে গাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমরা পরবর্তী যুদ্ধ শুরু করবো এবং এটাই হবে আমাদের শেষ যুদ্ধ। কারণ এ যুদ্ধে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবো।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন