মুসলিম নারীদের তিন তালাক নিয়ে মুখ খুললেন মোদী

  25-10-2016 07:44AM



পিএনএস ডেস্ক: এই প্রথম মুসলিম নারীদের তিন তালাক নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখন্ডের মাহোবা জেলায় আয়োজিত এক র‌্যালিতে অংশ নিয়ে মোদী এ নিয়ে কথা বলেন। মূলত, ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধান সভার নির্বাচনকে সামনে রেখেই মোদীর এই র‌্যালিতে অংশগ্রহণ।

এ সময় মোদী বলেন, ‘মা ও বোনেদের ওপর কোনও অন্যায় সহ্য করা হবে না। মানা হবে না কোনও রকম সাম্প্রদায়িক ভেদাভেদও। মুসলিম মা ও বোনেদের রক্ষা করতেই হবে। মুসলিম মা ও বোনেদের সব সময় সমান অধিকার দিতে হবে। কেউ টেলিফোনে তিন তালাক বললেই, মুসলিম মা ও বোনেদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না।’

তিন তালাক নিয়ে প্রথমবার মুখ খুলে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেন, ‘মায়ের গর্ভেই মেয়েকে হত্যা করলে তাকে শাস্তি যেমন পেতেই হয়, কন্যাভ্রূণ হত্যার প্রসঙ্গ টেনেই মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সমান অধিকার নিয়ে সোচ্চার হন মোদী।’

‘রাজনৈতিক আদর্শ আর ভোট এক নয়। ভোটের রাজনীতি করে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় হলে তা সরকার মেনে নেবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ভারতের সরকারপ্রধান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন