ভারতে হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দেবে পাকিস্তান

  25-10-2016 08:11PM

পিএনএস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য 'হার্ট অব এশিয়া সম্মেলনে' পাকিস্তান অংশ নেবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের অমৃতসরে হার্ট অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্মেলনে অংশ নেয়ার কথা বলেন সারতাজ। খবর ডন অনলাইনের।

গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের গুরুতর অবনতি হয়। পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন ও সামরিকভাবে শায়েস্তা করার কথা বলে ভারত।

যার জের ধরে আগামী নভেম্বরে পাকিস্তানে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা-সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করে ভারত। ফলে সম্মেলনটি স্থগিত হয়ে যায়।

তবে পাকিস্তান সীমান্তে শক্ত অবস্থান দেখালেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে কাশ্মীর ইস্যুর সমাধানের মনোভাব দেখানোর চেষ্টা করছে।

এর অংশ হিসেবেই ভারতে সম্মেলনে যোগ দেয়ার কথা জানালেন সারতাজ আজিজ। তিনি জানিয়েছেন, কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের বিষয়ে পাকিস্তান কার্যকর প্রচার শুরু করেছে।

তিনি আরও জানান, গত সপ্তাহে তাশখন্দের একটি সম্মেলনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কঠোর হস্তে দমন-পীড়ন চালানোর ব্যাপারে ৫৬টি দেশ নিন্দা জানিয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন