মেহমানদারিতে সেরা ইরাক, তারপর…

  25-10-2016 10:15PM



পিএনএস ডেস্ক : একেবারে অচেনা, অজানা লোকজন আপনার কাছে সাহায্য চাইলে কতটা হাত বাড়ান আপনি? অনেকেই হাত বাড়ান। তবে সবাইকে চমকে দিয়ে এবং অনেক বেশি সমৃদ্ধ, স্বচ্ছল দেশকে পেছনে ফেলে ইরাকিরা যে মানবতার পরিচয় দিয়েছে, তা সত্যিই অবাক করার মতো ঘটনা।

চ্যারিটিস অ্যাইড ফাউন্ডেশন (সিএএফ) নামের একটি দাতব্য প্রতিষ্ঠান বিশ্বজুড়ে জরিপ করে দেখতে পায়, গৃহযুদ্ধে বিপর্যস্ত ইরাকিরাই অচেনা লোকদের মেহমানদারিতে সবার চেয়ে সেরা।

জরিপে দেখা যায়, ৮১ ভাগ ইরাকি অচেনা লোকদেরও সহায়তা করেছে।

সিএএফ নামের সংগঠনটি ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে মেহমানদারি নিয়ে সমীক্ষা চালিয়ে আসছে। সমীক্ষায় দেখা গেছে, অস্থিতিশীলতা এবং সহিংসতা সত্ত্বেও অচেনা লোকদের আপ্যায়নের ক্ষেত্রে ইরাকিরা সবার ওপরে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আরেকটি যুদ্ধবিধ্বস্ত দেশ। এরই দেশের নাম লিবিয়া।

আর ২৫ বছর ধরে গৃহযুদ্ধ এবং জলদস্যূদের জন্য পরিচিত সোমালিয়া রয়েছে চতুর্থ স্থানে।

সিএএফের আন্তর্জাতিক পলিসি ব্যবস্থাপক অ্যাডাম পিকিরিং বলেন, আমার মনে হয়, এই ঘটনা এই শিক্ষাই দিচ্ছে, এসব সমাজ অনেক বেশি স্থিতিস্থাপক। বিপর্যয়ের মুখে এসব সমাজ সম্মিলিত মানবিক প্রতিক্রিয়া দেখানোটা শিখতে পেরেছে।
সূত্র : মিডলইস্ট আই

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন