বুকার পুরস্কার জিতলেন মার্কিন পল বিটি

  26-10-2016 10:55AM

পিএনএস ডেস্ক: প্রথম মার্কিনী হিসেবে বুকার পুরস্কার জিতলেন পল বিটি। দাসত্ব ও বর্ণবাদ নিয়ে ব্যাঙ্গাত্মক উপন্যাস- দ্যা সেলআউটের জন্য এ বছর তাকে এই পুরস্কার দেয়া হলো।

মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে, এক অনুষ্ঠানে বিটির নাম ঘোষণা করা হয়। তার উপন্যাসে দেখা যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে পুনরায় দাসত্ব ও বর্ণবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন একজন তরুণ কৃষ্ণাঙ্গ।

বুকার কমিটি বলছে এ ধরনের ব্যাঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে সামাজিকভাবে নিষিদ্ধ প্রায় সব বিষয়কেই টেনে হিঁচড়ে বের করে এনেছেন পল বিটি। পুরস্কারের অর্থ হিসেবে ৫০ হাজার পাউন্ড পেয়েছেন ৫৪ বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ উপন্যাসিক।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন