জাকির নায়েকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা!

  27-10-2016 07:10PM

পিএনএস ডেস্ক : প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’–কে (আই আর এফ) বেআইনি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির নায়েক এবং আইআরএফের কাজকর্ম নিয়ে ল কমিশনের কাছে রিপোর্ট জমা পড়ছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা সবুজ সঙ্কেতের অপেক্ষা করছেন। সায় মিললেই সংস্থাটিকে বেআইনি ঘোষণা করা হবে।

তবে জাকির নায়েক বলেছেন, সন্ত্রাসের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি কোনো বেআইনি কাজ করেননি। তিনি সব ধরনের প্রমাণ তুলে ধরতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন