ড্রোন হামলা: আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

  28-10-2016 03:29PM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের কুনার প্রদেশে আল-কায়েদার একজন উঁচু সারির নেতাকে লক্ষ করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।

নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, তারা ধারণা করছেন, আল-কায়েদার ওই অঞ্চলের প্রধান ফারুখ আল-কাতানি রোববারের ড্রোন হামলায় নিহত হয়েছেন। আফগানিস্তানে আল-কায়েদার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে চেয়েছিলেন ফারুক। দেশটির কুনার ও নুরিস্তান প্রদেশে আল-কায়েদার ‘নিরাপদ ঘাঁটি’ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। ড্রোন হামলার মূল লক্ষ্য ছিলেন ফারুক আল-কাহতানি ও তাঁর সহযোগী বিলাল আল-উতাবি।

সৌদি আরবে জন্মগ্রহণকারী আল-কাতানি কাতারের নাগরিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম আসে।

অভিযোগ রয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় আল-কাতানির হাত ছিল।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন