পাকিস্তান থেকে একসঙ্গে ৫২টি সুপার মুশাক কিনছে তুরস্ক

  29-11-2016 02:53PM


পিএনএস ডেস্ক: বিশ্বের দরবারে নিজেদের সামরিক বাজার খুলে দিচ্ছে পাকিস্তান। সেদিকে তাকিয়ে তুরস্ক পাকিস্তানের কাছ থেকে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভীর হোসেন সম্প্রতি এমনটাই জানিয়েছেন । একে প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তানের মাটিতে তৈরি এই সব বিমানের মূল্য ৫ কোটি ডলারের বেশি। এবং তিন বছরের মধ্যে তিন পর্যায়ে এই সমস্ত বিমান তুরস্ককে সরবরাহ করা হবে। করাচিতে চলমান পাকিস্তানের আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সেমিনার বা আইডিয়াস পরিদির্শনকালে এই কথা জানিয়েছেন তানভীর হোসেন। তিনি আরও বলেন, আগামী বছর থেকে এই সব বিমান সরবরাহের কাজ শুরু হবে। এ ছাড়া, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আশরাদ মালিক জানান, পাকিস্তানের কাছ থেকে কাতার ১০টি ও নাইজেরিয়া ৮টি একই বিমান কেনার চুক্তি এর আগে করেছে। আগামী শুক্রবারে মধ্যে কাতারকে চারটি সুপার মুশাক বিমান সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন