‘আলেপ্পোয় বাস্তুচ্যুত ১৬ হাজার মানুষ’

  29-11-2016 06:57PM


পিএনএস: সিরিয়ার আলেপ্পো নগরীর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ১৬ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান এবং ত্রাণ সমন্বয়ক স্টেফেন ও’ব্রাইয়েন মঙ্গলবার একথা বলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “ওই এলাকার সবগুলো হাসপাতাল বন্ধ হয়ে গেছে। খাদ্য মজুদ তলানিতে ঠেকেছে। আগামী আরও কয়েকদিন লড়াই চললে আরও হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হবে।”

ওই এলাকার চিকিৎসাকর্মী আবু আল-আব্বাস সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “পরিস্থিতি খুবই খারাপ। সেখানে বড় ধরনের সর্বনাশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

“এ সপ্তাহে আমি তিনবার জায়গা পরিবর্তন করেছি। এখন আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেখানে কয়েকটি মৃতদহে রয়েছে। এত ব্যাপকভাবে বোমা বর্ষণ হচ্ছে যে, আমরা মৃতদেহগুলো পর্যন্ত বাইরে নিতে পারছি না।”

রোববার রাত থেকে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্ররা আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার উত্তর দিকে বড় ধরনের অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সহায়তা করছে রাশিয়া, ইরান ও শিয়া মিলিশিয়ারা।

সুন্নি বিদ্রোহীদের সমর্থন করছে যুক্তরাষ্ট্র, তুরস্ক উপসাগরীয় আরব কয়েকটি দেশ।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন