‘পারসন অব দ্য ইয়ার’ তালিকায় এগিয়ে মোদি

  29-11-2016 09:20PM

পিএনএস ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ এর তালিকায় পাঠকদের পছন্দের শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটির ২০১৬ সালের প্রতিযোগিতায় সেরা ব্যক্তিত্ব হিসেবে নরেন্দ্র মোদির পর আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনও রয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সাময়িকীটির শীর্ষ ব্যক্তিত্বের তালিকায় চতুর্থবারের মতো উঠে এলো নরেন্দ্র মোদির নাম। আগের বছর যারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন তাদের মধ্য থেকে একজনকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। গত বছর এ তালিকায় শীর্ষস্থান দখল করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

প্রতিবছর টাইম কর্তৃপক্ষের বিবেচনায় বিশ্বনেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, আন্দোলনকারী, মহাকাশচারী, তারকাসহ নানা বিষয় থেকে সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তের পাশাপাশি পাঠকদের ভোটও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে।

টাইম সাময়িকী কর্তৃপক্ষ বলছে, ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণায় পাঠকদের ভোট ‘গুরুত্বপূর্ণ অনুসঙ্গ’ হিসেবে কাজ করবে।

এখন পর্যন্ত পাঠকদের ভোটে এগিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ভোটের ২১ শতাংশ পেয়েছন তিনি। এরপরই ১০ শতাংশ হ্যাঁ ভোটে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলে টাইম জানিয়েছে।

এরপর পর্যায়ক্রমে ভ্লামিদির পুতিনের চেয়ে ৬ শতাংশ, ওবামার চেয়ে ৭ শতাংশ এবং ট্রাম্পের চেয়ে ৬ শতাংশ ভোট এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ৪ ডিসেম্বর শেষ হতে যাওয়া পাঠকদের ভোটের এই ধারাবাহিকতা বজায় থাকলে এ বছর ‘পারসন অব দ্য ইয়ার’ তালিকায় শীর্ষস্থান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দখলেই থাকবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন