ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার প্রত্যাশা

  30-11-2016 08:51PM

পিএনএস ডেস্ক: সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে আবদার জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি আশা করছেন প্রাক্তন স্বামী ডোনাল্ড ট্রাম্প তাকে চেক রিপাবলিকের রাষ্ট্রদূত নিয়োগ করবেন। জানা যায়, ১৯৯২ সালে ইভানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে।

তাদের এক কন্যা ও দু'পুত্র সন্তান রয়েছে। যদিও ইভানা জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের পরে তাদের সম্পর্কে তিক্ততা কখনো ছিল না। ইভানার জন্ম ১৯৪৯ সালে চেকোস্লাভিকিয়াতে। তাই তিনি মনে করছেন, চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হলে কোন অসুবিধা হবে না তার। যেহেতু সে দেশই তার জন্মস্থান। তাছাড়া তিনি চেক ভাষাও ভাল বলতে পারেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন