কৃষ্ণ সাগরে যুদ্ধের দামামা

  01-12-2016 03:14PM



পিএনএস: ক্রিমিয়ার পশ্চিম উপকূলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে সামরিক শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। বৃহস্পতিবার থেকে দু'দিনের এ সামরিক মহড়া শুরু করে ইউক্রেন। খবর আইআরএ'র।

এ ঘটনার পর থেকে কৃষ্ণসাগরে পাঠানো যুদ্ধজাহাজে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। তবে এতে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বেসামরিক বিমানের কোনো সমস্যা হবেনা বলে নিশ্চিত করেছে রাশিয়া।

ইউক্রেনের সেনা কর্মকর্তা ভ্লাদিমির ক্রিজানোভস্কি দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক আইন মেনেই তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেন।

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়ার একটি অংশ দখল করে নেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন