বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৩ তুর্কি সেনা নিহত

  02-12-2016 03:42PM



পিএনএস: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৩ তুর্কি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার এই ঘটনা ঘটে বলে দেশটির সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে।

সংঘর্ষের জেরে ইরাকি সীমান্তের কাছে ওই অঞ্চলে তুর্কি সামরিক বাহিনী অভিযান চালিয়েছে। এতে বেশ কয়েকজন কুর্দি বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

সরকার ও নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে আড়াই বছরের অস্ত্রবিরতি শেষে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে পুনরায় সংঘাত-সহিংসতা শুরু হয়েছে। তখন থেকেই পিকেকে বিদ্রোহীরা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে হামলা চালিয়ে আসছে।

গেল সপ্তায় পিকেকে-এর ৪৯ জন বিদ্রোহী নিহত কিংবা ধরা পড়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল সোমবার জানিয়েছে, বিদ্রোহীদের সহায়তা ও অর্থায়নের অভিযোগে সন্দেহভাজন ২৬৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্বায়ত্বশাসনের দাবিতে ১৯৮৪ সালে পিকেকে দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তখন থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

পিকেকে-কে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে থাকে।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন